আগস্টের ৩০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ২০০ কোটি টাকা
ফাইল ছবি
চলতি আগস্ট মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২২ কোটি ৯০ লাখ ডলার, যা প্রতি ডলার ১২২ টাকা হিসেবে প্রায় ২৭ হাজার ২০০ কোটি টাকা।
রবিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রেমিট্যান্সের মধ্যে বেসরকারী বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪৫ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ৪৮ কোটি ১৯ লাখ ১০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে ২৭ কোটি ৯৮ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১ লাখ ৫০ হাজার ডলার।
আরও পড়ুন: এনসিটিতে একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং রেকর্ড
এর আগে জুলাই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৪৮ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা।
উল্লেখ্য, গত অর্থবছরের (২০২৪-২৫) মার্চে সর্বোচ্চ রেকর্ড হয়, যখন দেশে এসেছে ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স। পুরো অর্থবছরে (২০২৪-২৫) প্রবাসীরা পাঠিয়েছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স ছিল ২৩.৯১ বিলিয়ন ডলার।
নিউজবাংলাদেশ.কম/এসবি








