এক বছর পর মুক্তি পেলেন যুবদলের টুকু

এক বছর কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
সোমবার (১ জুলাই) সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
নাশকতার মামলায় ২০১৮ সালের ১১ জুন রাজধানীর উত্তরার বাসার সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টুকুকে গ্রেফতার করে। এরপর কাশিমপুর কারাগার, মুন্সিগঞ্জ কারাগার হয়ে সর্বশেষ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সোমবার রাত ৮টায় কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এনডি