News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৫, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৩, ১৮ জানুয়ারি ২০২০

মেসি ১, রোনালদো ২৯

মেসি ১, রোনালদো ২৯

ঢাকা: ২০১৫ সালের পারফরম্যান্সের ভিত্তিতে ইউরোপের সেরা স্ট্রাইকারদের তালিকার ২৯ নম্বরে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে প্রত্যাশিতভাবে সবার ওপরের আসনে বার্সেলোনার লিওনেল মেসি। সম্প্রতি সিআইইএস ফুটবল অবজারভেটরির এক গবেষণায় বিষয়টি উঠে আসে।

গোলমুখে ফুটবলারদের শ্যুটিং দক্ষতা, গোলের সুযোগ সৃষ্টি করা, প্রতিপক্ষ চ্যালেঞ্জ জানানো ও নির্ভুল পাস দেয়ার ক্ষমতার ওপর নির্ভর করে ফুটবল অবজারভেটরি এই র‌্যাংকিংটি করেছে। জানুয়ারির শুরুতে ব্যালন ডি’অর জেতার পর লা লিগায় মাত্র ৬টি গোল করেছে রোনালদো। অন্যদিকে এই সময়ে মেসি ১৯টি গোল তুলে নেয়। লিগে চার পয়েন্টের স্পষ্ট ব্যবধানে এগিয়ে দেয় নিজ দলকে।

ফুটবল অবজারভেটরির বিচারে শীর্ষে থাকা মেসি পুরোপুরি ১০০ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানটির অধিকারী। বায়ার্ন মিউনিখের আরিয়েন রোবেন ৯২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে। ভলভসবার্গের বাস দোস্ত ৭৭ পয়েন্ট নিয়ে সেরা স্ট্রাইকারের তালিকায় তিন নম্বরে।  লিও’র সতীর্থ লুইস সুয়ারেজ টেবিলের চতুর্থ স্থানে। নামের পাশে ৭১ পয়েন্ট উরুগুয়ান ব্যাড বয়ের।

সেরা স্ট্রাইকার:
১. লিওনেল মেসি, বার্সেলোনা (১০০)
২. আরিয়েন রোবেন, বায়ার্ন মিউনিখ (৯২)
৩. বাস দোস্ত, ভলভসবার্গ (৭৭)
৪. লুইস সুয়ারেজ, বার্সেলোনা (৭১)
৫. ডিয়াগো কস্তা, চেলসি (৬১)
৬. হ্যারি কেন, টটেনহাম (৫৭)
৭. মার্কো রেউস, বরুশিয়া ডর্টমুন্ড (৫৭)
৮. লুকাস ব্যারিয়স, মন্টিপিলিয়ার (৫৬)
৯. পিয়েরে ইমেরিক, বরুশিয়া ডর্টমুন্ড (৫৫)
১০ ক্রিস্টোফার মানদানে, গুইনগ্যাম্প (৫৪)

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়