News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২০, ৮ অক্টোবর ২০২৫
আপডেট: ০৮:২১, ৮ অক্টোবর ২০২৫

সিরিয়াকে হারিয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

সিরিয়াকে হারিয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

ছবি: সংগৃহীত

এএফসি নারী অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করছে বাংলাদেশ দল। সেখানে প্রস্তুতিমূলক দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে সিরিয়াকে ২–০ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে লাল–সবুজের কিশোরীরা। দলের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচটি ছিল বয়সভিত্তিক কোনো ফুটবল দলের বিদেশি প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রীতি ম্যাচ। আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) সফরের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এই দুটি প্রস্তুতি ম্যাচ শেষ করে দল যাবে জর্ডানে, যেখানে শুরু হবে মূল লড়াই—এএফসি নারী অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্ব।

বাছাইয়ে বাংলাদেশের গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ হলো চাইনিজ তাইপে এবং স্বাগতিক জর্ডান। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ।

আরও পড়ুন: বিসিবি নতুন বোর্ডের যাত্রা শুরু, কমিটি চূড়ান্ত

এর আগে এ বছর বাংলাদেশের নারী ফুটবল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দল ইতোমধ্যেই নিজেদের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। জাতীয় দল আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় এবং অনূর্ধ্ব-২০ দল এপ্রিলে থাইল্যান্ডে এশিয়ান কাপ খেলবে। এবার অনূর্ধ্ব-১৭ দলও সেই সাফল্যের ধারা বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়