বিসিবি নতুন বোর্ডের যাত্রা শুরু, কমিটি চূড়ান্ত

ছবি: সংগৃহীত
নির্বাচনের মধ্য দিয়ে নতুন সভাপতি ও পরিচালক নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (৬ অক্টোবর) নির্বাচন সম্পন্ন হওয়ার পর মাত্র ২৪ ঘণ্টা পার না হতেই মঙ্গলবার (৭ অক্টোবর) নবনির্বাচিত বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে পরিচালকদের মধ্যে বিভিন্ন কার্যকরী ও স্থায়ী কমিটির দায়িত্ব বণ্টন করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠুসহ নতুন চার পরিচালক—আব্দুর রাজ্জাক, শানিয়ান তানিম, খালেদ মাসুদ পাইলট এবং আমজাদ হোসেন। সভার মূল উদ্দেশ্য ছিল ২৩টি কার্যকরী কমিটি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব চূড়ান্ত করা।
বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এই কমিটিগুলো আপাতত দুই মাসের জন্য গঠন করা হয়েছে। যদি কেউ অস্বস্তি বোধ করেন বা পরিবর্তন চান, তারা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে পারবেন। আজকের সভার মূল লক্ষ্যই ছিল দায়িত্ব বণ্টন সম্পন্ন করা।
নতুন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, কমিটির চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্তরা নিম্নরূপ:
প্রধান কার্যকরী ও স্থায়ী কমিটি
- ওয়ার্কিং কমিটি: আমিনুল ইসলাম বুলবুল
- ক্রিকেট অপারেশন্স/জাতীয় দল সংক্রান্ত কার্যক্রম: নাজমুল আবেদীন ফাহিম
- বিপিএল গভর্নিং কাউন্সিল: আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান), ইফতেখার রহমান মিঠু (মেম্বার সেক্রেটারি)
- ফাইন্যান্স কমিটি: নাজমুল ইসলাম (চেয়ারম্যান), আমজাদ হোসেন (ভাইস চেয়ারম্যান)
- হাইপারফরম্যান্স কমিটি: খালেদ মাসুদ পাইলট
- আম্পায়ার্স কমিটি: ইফতেখার রহমান মিঠু
- ডিসিপ্লিনারি কমিটি: ফাইজুর রহমান মিতু
- গেম ডেভেলপমেন্ট কমিটি: ইশতিয়াক সাদেক
- টুর্নামেন্ট কমিটি: আহসান ইকবাল চৌধুরী
- বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি: আসিফ আকবর
- গ্রাউন্ডস কমিটি: আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান), রাহাত শামস (ভাইস চেয়ারম্যান)
- ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি: শানিয়ান তানিম
- মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটি: সাখাওয়াত হোসেন
- মেডিকেল কমিটি: মনজুর আলম
- টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি: আবুল বাশার (চেয়ারম্যান), হাসানুজ্জামান (ভাইস চেয়ারম্যান)
- মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটি: আমজাদ হোসেন
- অডিট কমিটি: মুখলেছুর রহমান খান
- উইমেন্স উইং: আব্দুর রাজ্জাক
- লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটি: ইয়াসির মোহাম্মদ ফয়সাল
- সিকিউরিটি কমিটি: মেহেরাব আলম চৌধুরী
- সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস): আদনান রহমান দীপন (চেয়ারম্যান), ফাইজুর রহমান (ভাইস চেয়ারম্যান)
- ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটি: জুলফিকুর আলী খান
- বাংলাদেশ টাইগার্স: রাহাত শামস
- ওয়েলফেয়ার কমিটি: মোকছেদুল কামাল
নতুন বোর্ডে সাবেক সভাপতি ফারুক আহমেদ কোনো কমিটির চেয়ারম্যান হননি।
আরও পড়ুন: ইসফাকের জায়গায় বিসিবির পরিচালক রুবাবা দৌলা
বিশেষ করে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের কাছে রেখেছেন—ওয়ার্কিং কমিটি, গ্রাউন্ডস কমিটি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। জাতীয় দল সংক্রান্ত কার্যক্রম দেখভালের দায়িত্ব মূলত নাজমুল আবেদীন ফাহিমকে অর্পিত হয়েছে।
নির্বাচনের পর ইশফাক আহসানকে জাতীয় ক্রীড়া পরিষদের কোটা থেকে মনোনয়ন দেওয়ার পর কিছু সরকারি ও রাজনৈতিক হস্তক্ষেপে তার নাম বাতিল করা হয়। ইশফাক আহসান সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চাঁদপুর আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক এবং চাঁদপুর-২ আসনে ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থিত হওয়ার প্রেক্ষিতে তার মনোনয়ন বাতিল করা হয়।
এর স্থলে নতুন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন রুবাবা দৌলা, যিনি বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর পদে কর্মরত। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ কর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গ্রামীণফোনের সময়ে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সরশিপ কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।
রুবাবা দৌলা বিসিবির দ্বিতীয় নারী পরিচালক হবেন। আগের প্রথম নারী পরিচালক ছিলেন মনোয়ারা আনিস মিনু, যিনি ওমেন্স উইংয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
বিসিবিতে যোগদানের আগে রুবাবা দৌলার বহুজাতিক প্রতিষ্ঠানের অনুমতি প্রয়োজন। তাই আনুষ্ঠানিকভাবে তার নাম এখনো জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রকাশিত হয়নি। তবে যোগদানের বিষয়টি চূড়ান্ত বলে জানা গেছে।
নতুন বোর্ড ও কমিটি গঠনকে কেন্দ্র করে নির্বাচনের পর সরকারি হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার অভিযোগের মধ্যে বিসিবি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে, যা আগামী দুই মাসের মধ্যে পুনর্মূল্যায়ন ও প্রয়োজনে সংশোধন করা হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি