বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ শুরু
ছবি: সংগৃহীত
বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সকাল ১০টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ শুরুর আগেই ঢাকার ক্লাব ক্যাটাগরির আরও এক প্রার্থী ফাইহুর রহমান ভূইয়া নির্বাচন থেকে সরে গেছেন।
নির্বাচনে ২৩ পরিচালক নির্বাচনের জন্য ১৯১ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন। এরই মধ্যে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
আদালতের রায়ে ১৫ ক্লাবের ভোটাধিকার ফিরে পাওয়ায় ক্লাব ক্যাটাগরিতে উত্তেজনা আরও বেড়ে গেছে।
আরও পড়ুন: আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
চূড়ান্ত ফলাফল সন্ধ্যায় ঘোষণা করা হবে। এরপর ২৫ পরিচালকের ভোটে নির্বাচন হবে পরবর্তী বোর্ড সভাপতি। এবারের নির্বাচনে পুরনো প্রার্থীদের পাশাপাশি লড়াই করছেন কয়েকটি নতুন মুখও।
নিউজবাংলাদেশ.কম/এসবি








