News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪০, ২২ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানকে সহজেই হারাল ভারত

পাকিস্তানকে সহজেই হারাল ভারত

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে পাত্তা দেয়নি ভারত। ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সূর্যকুমার যাদবের দল ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ৭ বল হাতে রেখে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিল পাকিস্তান। ১০ ওভারে ১ উইকেটে ৯১ রান তুললেও শেষদিকে ধীর ব্যাটিং ও নিয়মিত উইকেট পতনে ৫ উইকেটে ১৭১ রানে থামে তাদের ইনিংস।

পাকিস্তানের হয়ে শাহিবজাদা ফারহান ৪৫ বলে ৫৮ রান করেন। ওপেনার ফখর জামান করেন ১৫ রান, সাইম আইয়ূব ২১, নওয়াজ ২১ ও ফাহিম আশরাফ ৮ বলে ঝড়ো ২০ রান যোগ করেন।

আরও পড়ুন: সুপার ফোরে বাংলাদেশের উড়ন্ত সূচনা

জবাবে ভারতীয় ওপেনাররা আগ্রাসী সূচনা করেন। ৯.৫ ওভারে ১০৫ রানের জুটি গড়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন তারা। পরপর ৩ উইকেট হারালেও তিলত ভার্মার ঠাণ্ডা মাথার ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়