News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৮, ২৬ আগস্ট ২০২৫

টেস্ট ক্রিকেট থেকে অবসরের কারণ জানালেন রোহিত শর্মা

টেস্ট ক্রিকেট থেকে অবসরের কারণ জানালেন রোহিত শর্মা

রোহিত শর্মা। ছবি: সংগ্র

ইংল্যান্ড সফরের আগে আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সেই সংক্ষিপ্ত বার্তার পর তিনি নীরব থাকলেও সোমবার (২৫ আগস্ট) এক অনুষ্ঠানে অবসরের কারণ খোলাসা করেন এই ওপেনার।

রোহিত জানান, তার শরীর আর টেস্ট ক্রিকেটের ধকল নিতে পারছিল না। তাই অনিচ্ছা সত্ত্বেও সরে দাঁড়াতে হয়েছে তাকে। তিনি বলেন, “টেস্টের জন্য আলাদা প্রস্তুতি নিতে হয়। কারণ খেলাটা দীর্ঘমেয়াদী। টেস্টে পাঁচ দিন টিকে থাকতে হয়। মানসিকভাবে সেটা অনেক চাপের, শরীর বিধ্বস্ত হয়ে পড়ে। তবে এটাও সত্যি, প্রথম শ্রেণির ক্রিকেট খেলেই সবাই বড় হয়।”

তরুণ ক্রিকেটারদের প্রস্তুতির ঘাটতির দিকেও আঙুল তোলেন রোহিত। তার মতে, ভারতের নতুন প্রজন্ম টেস্ট ক্রিকেটের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না।

অভিজ্ঞ এ ব্যাটার বলেন, “টেস্ট ক্রিকেট খেলতে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা জরুরি। বয়স ও শারীরিক অবস্থার কারণে আমি আর সেই চ্যালেঞ্জ নিতে পারছি না। তাই অবসর নিতে হয়েছে।”

নিজের উদাহরণ টেনে রোহিত বলেন, “আমরা মুম্বাইয়ে ক্লাব ক্রিকেট দিয়ে শুরু করি। তখন দু’-তিন দিন ধরে ম্যাচ চলত। ফলে ছোটবেলা থেকেই আমরা তৈরি হয়ে যেতাম। পরে বয়সভিত্তিক ও সিনিয়র ক্রিকেটে গিয়ে বুঝেছি কীভাবে সঠিক প্রস্তুতি নিতে হয়।”

আরও পড়ুন: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের অনন্য কীর্তি

প্রস্তুতিকে তিনি সবসময়ই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন জানিয়ে রোহিত বলেন, “অনেক কাজ করতে হয় যা চোখে দেখা যায় না। প্রস্তুতি সেসবেরই একটি। একই কাজ বারবার করতে হয়, কারণ ওখান থেকেই শুরু। মাঠে লম্বা সময় টিকে থাকার জন্য নিজেকে তৈরি করতে হয়।”

ভারতীয় ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, রোহিত শর্মার অবসরে টেস্ট দলে অভিজ্ঞতার ঘাটতি তৈরি হবে, যা সামনের দিনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়