বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের অনন্য কীর্তি
ছবি: সংগৃহীত
বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও লিখলেন নতুন ইতিহাস। ব্যাট ও বল হাতে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে এক অনন্য কীর্তি গড়েছেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। ইনিংসের ১৫তম ওভারে পাকিস্তানি তারকা মোহাম্মদ রিজওয়ানকে আউট করেই এই বিশেষ অর্জন স্পর্শ করেন তিনি।
বিশ্বের মাত্র পাঁচজন বোলার এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট নিয়েছেন। তবে ৭ হাজার রান ও ৫০০ উইকেট—এই দুই রেকর্ডের মালিক একমাত্র সাকিব আল হাসান।
ম্যাচেও ছিলেন দারুণ উজ্জ্বল। বল হাতে ২ ওভারে ১১ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট—রিজওয়ান, কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসীকে ফেরান সাজঘরে। ব্যাট হাতে খেলেন ১৮ বলে ২৫ রানের কার্যকর ইনিংস, যা দলকে জয়ের পথে নিয়ে যায়।
আরও পড়ুন: নেপালকে ৩ গোলে হারাল বাংলাদেশ
শেষ পর্যন্ত সেন্ট কিটস ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান তুললেও, অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ৭ উইকেট হাতে রেখে ২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে। ব্যাট-বলে সমান অবদান রাখায় ম্যাচসেরা নির্বাচিত হন সাকিব আল হাসান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








