নারী ক্রিকেটারদের ট্রল: রুমানা আহমেদের প্রতিক্রিয়া
ফাইল ছবি
জাতীয় নারী ক্রিকেট দল বর্তমানে বিকেএসপিতে অনুষ্ঠিত ‘চ্যালেঞ্জ কাপ’ খেলছে, যা তাদের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ। এই টুর্নামেন্টে ‘লাল’ ও ‘সবুজ’ নামে দুটি দল গঠন করা হয়েছে, যার মধ্যে ‘লাল’ দলের নেতৃত্বে আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাদের প্রতিপক্ষ হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ পুরুষ ক্রিকেট দলও।
গত বুধবার অনুষ্ঠিত ম্যাচে ‘লাল’ দল ৮৭ রানে পরাজিত হয় অনূর্ধ্ব-১৫ দলের কাছে। এই হারের পর সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হন নিগার সুলতানা জ্যোতি ও তার দল। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ অলরাউন্ডার রুমানা আহমেদ সামাজিক মাধ্যমে তাদের সমর্থনে একটি পোস্ট করেন।
রুমানা তার পোস্টে উল্লেখ করেন, নারী লাল দলের হারের পর কিছু কথা। আজকের (গতকালের) ম্যাচে নারী লাল দল হেরেছে অনূর্ধ্ব ১৫ জাতীয় দলের সাথে। হ্যাঁ, এটা সত্যি – হারটা কষ্টের। কিন্তু আরও কষ্টের হলো মানুষের প্রতিক্রিয়া। অনেকেই ভেবেছেন এটা নাকি মূল জাতীয় দলের বিরুদ্ধে ছিল, আবার অনেকে এমনভাবে ট্রল করছে যেন এই মেয়েগুলো বাংলাদেশের না, কোনও ভিনদেশি দল!
তিনি আরও বলেন, সমালোচনা হোক গঠনমূলক, সহযোগিতা হোক হৃদয় থেকে। ট্রল করে, ছোট করে কাউকে দমিয়ে দিয়ে কখনো উন্নতি আনা যায় না। সম্মান দিতে শিখুন, খেলাটাকেও সম্মান করুন।
আরও পড়ুন: ভুটানে সাফ মিশনে লাল-সবুজের উজ্জ্বল সূচনা
এদিকে, নারী ক্রিকেটারদের প্রতি বৈষম্য নিয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার রুমানা সম্প্রতি আরও একটি পোস্টে লিখেছেন, যখন ক্রিকেটের উন্নত দেশগুলো তাদের নারী ক্রিকেটারদের নিয়ে এগিয়ে যাচ্ছে, তখন আমরা আমাদের নারী ক্রিকেটারদের কথাই বলি না। কেন এই বৈষম্য? আমরা কি দেশের ক্রিকেটে গৌরব বয়ে আনিনি?
তিনি আরও বলেন, প্রতিবছর একই প্রতিশ্রুতি: ‘পরের বছর’। কিন্তু কিছুই হয় না। এই পোস্টে তিনি নারী ক্রিকেটারদের প্রতি সম্মান ও সমর্থনের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, এই চ্যালেঞ্জ কাপের প্রথম ম্যাচে ‘লাল’ দল ‘সবুজ’ দলকে ৩২ রানে পরাজিত করে। এখন পর্যন্ত অনুষ্ঠিত দুটি ম্যাচে ‘লাল’ দল একটি জয় ও একটি পরাজয় নিয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
এই পরিস্থিতিতে, নারী ক্রিকেটারদের প্রতি সম্মান ও সমর্থন প্রদানের আহ্বান জানিয়ে রুমানা আহমেদ ও নিগার সুলতানা জ্যোতি তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তাদের এই উদ্যোগ নারী ক্রিকেটের উন্নয়ন ও সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








