News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৫৬, ২০ আগস্ট ২০২৫

ভুটানে সাফ মিশনে লাল-সবুজের উজ্জ্বল সূচনা

ভুটানে সাফ মিশনে লাল-সবুজের উজ্জ্বল সূচনা

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। 

আলপী আক্তারের জোড়া গোল এবং সুরভী আকন্দ প্রীতির এক গোলে জয় নিশ্চিত করে লাল-সবুজের দল। 

বুধবার (২০ আগস্ট) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের মেয়েরা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়।

শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলায় প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখে। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশের মেয়েরা একাধিক সুযোগ তৈরি করলেও ভুটানের রক্ষণভাগ তা আটকে দেয়। তবে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে, ইনজুরি টাইমে (৪৫+১ মিনিট) কাঙ্ক্ষিত গোলটি পায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে উড়ে আসা একটি বল ঠেকাতে গিয়ে ভুটানের গোলরক্ষক এবং ডিফেন্ডারের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। সেই সুযোগে বল বাংলাদেশের স্ট্রাইকার সুরভী আকন্দ প্রীতির গায়ে লেগে জালে জড়ায়। খানিকটা সৌভাগ্যের ছোঁয়া থাকলেও এই গোলটি বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে দেয়।

আরও পড়ুন: পাকিস্তানের বদলে এশিয়া কাপে বাংলাদেশ

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ম্যাচের ৫৩ মিনিটে আলপী আক্তার বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। এরপর ভুটান একটি গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও, বাংলাদেশের জয় নিশ্চিত হয় ৬৪ মিনিটে। কর্নার থেকে তৈরি হওয়া জটলার মধ্যে থেকে আলপী আক্তার বল পোস্টে ঠেলে দিয়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন (৩-১)।

এরপরও বাংলাদেশ বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে, কিন্তু ভুটানের ডিফেন্ডাররা গোললাইন সেভ করে বাংলাদেশের আক্রমণ রুখে দেয়। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

সম্প্রতি বাংলাদেশের নারী ফুটবল দল বয়সভিত্তিক ও সিনিয়র উভয় পর্যায়েই ধারাবাহিক সাফল্য দেখাচ্ছে। গত জুলাইয়ে সিনিয়র দল এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। একই মাসে অনূর্ধ্ব-২০ দল সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে এবং পরবর্তীতে এশিয়া কাপে খেলার টিকিটও পায়। এবার অনূর্ধ্ব-১৭ দলও সাফ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে দারুণভাবে যাত্রা শুরু করল। এই জয় নারী ফুটবলে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতেরই ইঙ্গিত দেয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়