News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৩, ৬ এপ্রিল ২০২৫

সাকিবের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

সাকিবের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ও তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে গণমাধ্যমের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন  দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন

আরও পড়ুন: ঘরের কোন মাঠে অভিষেক হচ্ছে হামজার

তিনি বলেন, 'ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আমাদের অনুসন্ধান চলছে। আমরা আশঙ্কা করছি, তিনি দুদকের আসামিও হতে পারেন। আমরা, আমাদের নতুন কমিশন মাত্র ৭৫ কর্মদিবস পেরিয়ে এসেছি। শততম কর্মদিবস অতিক্রান্ত হলে আপনারাই বিবেচনা করবেন ৫ আগস্টের নব অভ্যুদয়ের পর বহুবিধ সীমাবদ্ধতার মধ্যেও একটি প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দুদক।'

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়