ভুটানের নারী লিগ মাতাবেন বাংলাদেশের ৬ ফুটবলার
ফাইল ছবি
নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দল বাংলাদেশ। সাবিনা খাতুনরা সাফ চ্যাম্পিয়নশীপ জিতেছে টানা দুবার। আর তাই বিদেশি লিগেও কদর বাড়তে শুরু করেছে নারী ফুটবলারদের। সেই ধারাবাহিকতায় ভুটানের নারী ফুটবল লিগে ডাক পেয়েছেন বাংলাদেশের ৬ নারী ফুটবলার।
গত বছর আগস্ট মাসে ভুটানের রয়েল থিম্পু কলেজ ক্লাবে খেলে এসেছিলেন বাংলাদেশের চার নারী ফুটবলার-সাবিনা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।
এএফসি ওমেন্স চ্যাম্পিয়নস লিগের পর এবার ভুটানের নারী লিগেও খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। আগেই বাফুফের ছাড়পত্র পেয়েছিলেন রুপনা চাকমা ও মাসুরা পারভীন। এই দুজনের সঙ্গে সঙ্গী হচ্ছেন আরও ৪ নারী ফুটবলার—সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া।
আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ভুটান নারী ফুটবল লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপনা চাকমা। এবার তাদের পর এ লিগে ডাক পেয়েছেন আরও ৪ বাংলাদেশি নারী ফুটবলার। পারো এফসির হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন, ঋতুপর্না চাকমা, সুমাইয়া ও মনিকা চাকমা।
আরও পড়ুন: আর্জেন্টিনার কাছে হেরে বরখাস্ত হলেন ব্রাজিল কোচ দোরিভাল
ভুটানের লিগে খেলার বিষয়টি নিশ্চিত করে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, আগামী ৬ এপ্রিল আমরা ভুটানের উদ্দেশ্যে রওনা হব। ফেডারেশনের ক্লিয়ারেন্স, নিবন্ধনসহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
ঋতুপর্ণা বলেন, আমরা আগামী মাসের ৬ তারিখে খেলতে যাব। সত্যি বলতে বিদেশি লিগে খেলা সব সময়ই আনন্দের। সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে দেশের হয়ে আরও সাফল্য বয়ে আনব। বিদেশি লিগে খেলতে পারলে অনেক কিছু শেখা যায়। আমাদের অনেক অভিজ্ঞতাও হয়। সেই অভিজ্ঞতা আবার জাতীয় দলে কাজে লাগাতে পারি।
পারো এফসিতে চার মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের ৪ ফুটবলাররা। এসময় তারা বাংলাদেশি টাকায় প্রায় লাখ টাকা সম্মানি পাবেন তারা।
প্রসঙ্গত, এশিয়া কাপ বাছাইয়ের জন্য আগামী ৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু করবে বাফুফে।
নিউজবাংলাদেশ.কম/পলি








