বড় জয়ে কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ
ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বড় জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল ওয়েস্ট ইন্ডিজ। রোববার আরব আমিরাতকে ৬ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ছয় পয়েন্ট নিয়েই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ক্যারিবীয়ানরা। জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৩০.৩ ওভারে চার উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা।
ওয়েস্ট ইন্ডিজের বড় জয়ের করণে ছয় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা আয়্যারল্যান্ড এক ধাপ পিছিয়ে পড়েছে। ফলে বিশ্বকাপে ‘বি’গ্রুপের মধ্যে থেকে পাকিস্তান ও আয়্যারল্যান্ডের ম্যাচে যে জিতবে সেই দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠে যাবে।
সহজ জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দলীয় ৩৩ রানের মাথায় ওপেনার ডোয়াইন স্মিথ ব্যাক্তিগত ১৫ রানের মাথায় ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন। তবে জনসন চার্লস ৪০ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। এছাড়া মারলন স্যামুয়েলস ৯ ও আন্দ্রে রাসেল ৭ রান করে আউট হন। তবে ডোনাথন কার্টার ৫০ ও দিনেশ রামদিন ৩৩ রানে করে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে সংযুক্ত আরব আমিরাত ১৭৬ রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজকে। ৪৬ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আমিরাত। এরপর সপ্তম উইকেট জুটিতে হাল ধরেন আমজাদ জাবেদ ও নাসির আজিজ। দুই জনের ১০৭ রানের পার্টনারশিপে ভর করে সবকটি উইকেটে হারিয়ে ১৭৫ রান তোলে আমিরাত।
নেপিয়ার মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম








