পাকিস্তানকে হারালে ফাইনালে টাইগাররা

ফাইল ছবি
ভারতের বিপক্ষে হারের পরও এশিয়া কাপের ফাইনাল দৌড়ে টিকে আছে বাংলাদেশ। বুধবার সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়ে ৪১ রানে হেরে গেছে লিটন দাসের দল। তবে সেই পরাজয়ের মাঝেও লুকিয়ে আছে ফাইনালের সম্ভাবনা, কারণ ভারতের জয় সমীকরণকে করেছে একেবারেই সরল।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের। এই ম্যাচে যে দল জিতবে, তারাই ভারতের সঙ্গে সরাসরি ফাইনালে উঠবে। পরাজিত দলকে সঙ্গে সঙ্গে বিদায় নিতে হবে।
বর্তমানে সমান ২ পয়েন্ট নিয়ে পাকিস্তান ও বাংলাদেশ দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে। রানরেটে এগিয়ে আছে পাকিস্তান (০.২২৬), পিছিয়ে আছে বাংলাদেশ (-০.৯৬৯)। তবে নেট রানরেটের এই ব্যবধান নিয়ে ভাবনার কিছু নেই, কারণ সেমিফাইনালের মতো এই ম্যাচে কেবল জয়ই ফাইনালের টিকিট নিশ্চিত করবে।
টি-টোয়েন্টিতে পাকিস্তান ঐতিহাসিকভাবে এগিয়ে থাকলেও সাম্প্রতিক রেকর্ডে বাংলাদেশও সমান লড়াই করেছে। শেষ পাঁচটি ম্যাচে পাকিস্তান জিতেছে তিনটিতে, বাংলাদেশ জিতেছে দুটি। সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজও নিজেদের কণ্ঠে নিয়েছিল টাইগাররা। সব মিলিয়ে আজকের ম্যাচ বাংলাদেশের জন্য ফাইনালের সমান গুরুত্বপূর্ণ। জয় মানেই ট্রফি লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ হওয়ার সুযোগ, আর হার মানেই বিদায়।
এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচকে ক্রিকেটবিশ্বে অলিখিত সেমিফাইনাল হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। ম্যাচের ফল সরাসরি ফাইনালে প্রভাব ফেলবে, তাই একাদশ ও কৌশল নিয়ে উত্তেজনা চরমে।
তানজিদ হাসান ও সাইফ হাসান ওপেনিংয়ে থাকলেও তানজিদের সাম্প্রতিক ব্যর্থতার কারণে তার জায়গা অনিশ্চিত। আফগানিস্তানের বিপক্ষে ৩০ রান করা সাইফ শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষেও ফিফটি করেছেন, ফলে তার ওপেনিংয়ে স্থান প্রায় নিশ্চিত। তানজিদের পারফর্ম না করার ক্ষেত্রে ওপেনার হিসেবে দেখা যেতে পারে পারভেজ হোসেনকে।
আরও পড়ুন: বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত
লিটন দাস যদি চোট কাটিয়ে খেলতে পারেন, তবে তিনজনের মধ্য থেকে দুইজনকে ওপেনিংয়ে দেখা যাবে। ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী লিটনের ফেরার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সাইফের সঙ্গে ওপেন করবেন তানজিদ অথবা পারভেজ।
চারে তাওহিদ হৃদয় এবং পাঁচ ও ছয় নম্বরে যথাক্রমে শামীম হোসেন ও জাকের আলীর থাকার সম্ভাবনা বেশি। তবে এই দুটি পজিশনে ব্যাটিং দুর্বলতা স্পষ্ট। শামীম গত ম্যাচে শূন্য রানে আউট হন, আর জাকের পুরো এশিয়া কাপে একটিও ছক্কা মারতে পারেননি। এই অবস্থায় নুরুল হাসান সোহানকে ফেরানো হতে পারে। আফগানিস্তান ম্যাচে তাঁর ৬ বলে ১২ রানের ঝড়ো ইনিংস আজ কাজে লাগতে পারে।
পাকিস্তান দলে পাঁচজন বাঁহাতি ব্যাটার থাকায় মেহেদী হাসান ও রিশাদ হোসেনের খেলার সম্ভাবনা বেশি। এ কারণে নাসুম আহমেদ একাদশের বাইরে থাকতে পারেন।
মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় দলে ফিরতে পারেন তাসকিন আহমেদ। মোস্তাফিজুর রহমান ও তাসকিনের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিবকে।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান/পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন/নুরুল হাসান, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।
আজকের ম্যাচ বাংলাদেশের জন্য ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। জয় মানেই ভারতের বিপক্ষে ট্রফি লড়াইয়ে জায়গা, আর হার মানেই বিদায়। সব দৃষ্টি এখন দুবাইয়ে টাইগারদের ব্যাটিং ও বোলিং সমন্বয়ের ওপর।
নিউজবাংলাদেশ.কম/পলি