“দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উচ্চতায় বাংলাদেশ”

ফাইল ছবি
নিউইয়র্কে ইতালি, পাকিস্তান, ফিনল্যান্ড এবং কসোভোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এসব বৈঠক বাংলাদেশের সঙ্গে এই দেশগুলোর সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা তার নিউইয়র্ক সফরের তৃতীয় দিনে চার বিশ্বনেতার সঙ্গে একান্ত বৈঠক করেন।
তিনি বলেন, প্রতিটি বৈঠক খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা বলব যে এই বৈঠকের মাধ্যমে আমাদের সম্পর্ক ওই দেশগুলোর সঙ্গে নতুন উচ্চতায় পৌঁছেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এর মধ্যে রয়েছে:
ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক: দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের একটি হোটেলে প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর অনুরোধ জানালে ইতালির প্রধানমন্ত্রী 'ইতালি-বাংলাদেশ বিজনেস ফোরাম' গঠনের প্রস্তাব দেন। ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়াও, ইতালির প্রধানমন্ত্রী জানিয়েছেন যে তার দেশ আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে। বৈঠকে রোহিঙ্গাদের জন্য অর্থায়ন কীভাবে বাড়ানো যায়, সে বিষয়েও আলোচনা হয়।
আরও পড়ুন: জাতিসংঘে বৈঠকে আলোচনায় প্রধান উপদেষ্টা ইউনূস-শেহবাজ
পাকিস্তানের সঙ্গে বৈঠক: জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে প্রধান উপদেষ্টা পাকিস্তানে সম্প্রতি বন্যায় প্রাণহানির ঘটনায় সমবেদনা জানান। এছাড়াও, দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়।
ফিনল্যান্ডের সঙ্গে বৈঠক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ফিনল্যান্ডও বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
কসোভোর সঙ্গে বৈঠক: প্রধান উপদেষ্টা কসোভোর প্রেসিডেন্ট ভজোস্যা ওসমানির সঙ্গেও বৈঠক করেন। প্রেস সচিব শফিকুল আলম জানান, কসোভো একটি ছোট দেশ হলেও গত দুই বছরে এটি ইউরোপের দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে শীর্ষে রয়েছে।
শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত প্রতিটি বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া, চারটি বৈঠকেই রোহিঙ্গা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে রোহিঙ্গাদের জন্য অর্থায়ন বৃদ্ধির উপায় নিয়েও কথা হয়।
প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম আরও জানান, প্রধান উপদেষ্টা ‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ডটেবিলে বক্তব্য রাখেন। সেখানে তিনি মেটলাইফ, শেভরন ও এক্সেলেরেট এনার্জিসহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান।
এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা বাংলাদেশের ছয়জন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন এবং তাদের মার্কিন শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/পলি