News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫

নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা আটক

নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা আটক

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফররত ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধিদলে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা যুবলীগ নেতা মিজানুর রহমানকে পুলিশ আটক করেছে।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাত জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করে ঘিরে ফেলে। জিজ্ঞাসাবাদের পর মিজানুর রহমানকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়।

এর আগে ড. ইউনূসের প্রতিনিধি দলে থাকা এনসিপি সদস্য সচিব আখতার হোসেনকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঞ্ছিত করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাজনৈতিক নেতাকর্মীরা ‘জয় বাংলা’, ‘রাজাকার’ স্লোগান দিতে থাকেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন।

আরও পড়ুন: আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা: প্রেস সচিব

একপর্যায়ে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তারক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়