২০২৫ ব্যালন ডি’অর জিতলেন উসমান দেম্বেলে

ছবি: সংগৃহীত
প্যারিসে জমকালো আয়োজনে ঘোষণা করা হলো ২০২৫ সালের ব্যালন ডি’অরের বিজয়ীর নাম। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল ও পিএসজির ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে। শেষ পর্যন্ত ইয়ামালকে পেছনে ফেলে স্বপ্নের ট্রফি হাতে তুললেন দেম্বেলে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে প্যারিসের থিয়াত্র দু শাতেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করা হয়। ব্যক্তিগত ক্যারিয়ারের সেরা মৌসুম কাটিয়ে দেম্বেলে এই সম্মান অর্জন করেন। গত মৌসুমে কোচ লুইস এনরিকের অধীনে তার নৈপুণ্যে পিএসজি জেতে ঐতিহাসিক চারটি শিরোপা, যার মধ্যে রয়েছে ক্লাব ইতিহাসের প্রথম উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা। মৌসুমে তিনি করেন ৩৫ গোল ও ১৬টি অ্যাসিস্ট।
চূড়ান্ত ভোটে দ্বিতীয় স্থানে ছিলেন বার্সেলোনার লামিন ইয়ামাল, তৃতীয় স্থানে পিএসজির ভিতিনিয়া। চতুর্থ হয়েছেন লিভারপুলের মোহামেদ সালাহ এবং পঞ্চম স্থানে ছিলেন বার্সেলোনার রাফিনিয়া। শীর্ষ দশে আরও জায়গা করে নিয়েছেন আশরাফ হাকিমি, কিলিয়ান এমবাপ্পে, কোল পালমার, জিয়ানলুইজি দোন্নারুমা ও নুনো মেন্দেস।
আরও পড়ুন: পাকিস্তানকে সহজেই হারাল ভারত
পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত দেম্বেলে বলেন, “এটা আমার জীবনের অবিশ্বাস্য এক মুহূর্ত। পিএসজির সঙ্গে দারুণ একটি মৌসুম কাটিয়েছি। সতীর্থ, কোচ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই অর্জন আসলে পুরো দলের জয়।”
নিউজবাংলাদেশ.কম/এসবি