News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৭, ২৩ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১০:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২৫

কনসার্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তাহসান

কনসার্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তাহসান

তাহসান খান। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান। তিনি দুই দশকের বেশি সময় ধরে সংগীতপ্রেমীদের মুগ্ধ করে চলেছেন, ২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদযাপনের জন্য বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। সেখানকার পাঁচটি শহরে কনসার্টে অংশ নেওয়ার কথা থাকলেও সম্প্রতি তিনি জানিয়েছেন, এটাই তার শেষ কনসার্ট।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাহসানকে বলতে শোনা গেছে, “এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে, এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?” তিনি আরও বলেন, সব সোশ্যাল মিডিয়া একাউন্টও তিনি ডিএক্টিভেট করে দিয়েছেন।

তাহসান জানিয়েছেন, কনসার্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত মূলত ব্যক্তিগত। যদিও তিনি আগে জানান, ২০১৮ সাল থেকে কণ্ঠনালিতে হেটেরোটোপিয়া নামের একটি সমস্যা শুরু হয়, যা গলার কাঠামো পরিবর্তন করে এবং গান গাওয়ার মনোবল কমায়। তবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হেটেরোটোপিয়া রোগই মূল কারণ নয়।

এদিকে, গানের পাশাপাশি অভিনয় ক্ষেত্র থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তাহসান। তিনি বলেন, “২০ বছর ধরে অভিনয়ে কাজ করার পর নিজেকেই বিরতি নেওয়া দরকার মনে হয়েছে। যখন মনে হয় কাজ একঘেয়েমি হয়ে যাচ্ছে, তখন থামিয়ে দেওয়া উচিত।”

আরও পড়ুন: শুটিং করতে গিয়ে আহত সালমান খান

তাহসানের সংগীত জীবন শুরু হয় ২০০৪ সালে প্রকাশিত ‘কিছু কথা’ অ্যালবামের মাধ্যমে। এর আগে ১৯৯৮ সালে তিনি ব্যান্ড ‘ব্ল্যাক’ গঠন করেন এবং বিভিন্ন জনপ্রিয় গানে কণ্ঠ দেন। ২০১২ সালে তিনি ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ নামে নতুন ব্যান্ড গঠন করেন। তার নিজস্ব স্টুডিও ‘কৃত্যদাসের আবাসে’-তে গান তৈরি হয়।

তাহসানের জনপ্রিয় গানগুলো, ‘চোখে চোখে কথা হতো’, ‘যদি কোনোদিন’, ‘চলে যাও তবে’, ‘আলো’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘কতদূর’, ‘প্রেম তুমি’—আজও ভক্তদের হৃদয়ে দোলা দেয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়