সংবিধানে পিআর পদ্ধতি নেই, আইন বদলানো নির্বাচন কমিশনের কাজ নয়: সিইসি

সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, পিআর (সংখ্যানুপাতিক বা আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি সংবিধান কিংবা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নেই। তাই নির্বাচন কমিশনের পক্ষে আইন পরিবর্তন করে এ ব্যবস্থা চালু করা সম্ভব নয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “আমাদের যে পদ্ধতি রয়েছে, সেখানে পিআর নেই। যদি এটি চালু করতে হয় তবে আইন বদলাতে হবে। কিন্তু নির্বাচন কমিশন আইন বদলাতে পারে না। আরপিও পরিবর্তন করতে হলে সংবিধানও সংশোধন করতে হবে।”
আগামী ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে ভোট আয়োজন সম্ভব কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “সেটা সম্ভব নয়। কারণ আগে আরপিও বদলাতে হবে, সংবিধানও পরিবর্তন করতে হবে। এরপর বলা হবে কমিশন সংবিধান পরিবর্তনের পক্ষে দাঁড়িয়েছে—এ রকম ভুল বোঝাবুঝি তৈরি হবে।”
তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, “দলগুলো নিজেরাই মীমাংসায় আসুক। তারা বুঝবেন এটা বাস্তবায়ন করা সম্ভব কি না। যদি তারা পিআর চান তবে সেই সিদ্ধান্ত তাদের নিতে হবে।”
আরও পড়ুন: ইয়াবার বিনিময়ে মিয়ানমারে সার-চাল পাচার হচ্ছে: কৃষি উপদেষ্টা
এ সময় এনসিপি নেতা সারজিস আলমের ‘শাপলা প্রতীক না দিলে নির্বাচন সম্ভব নয়’ মন্তব্যকে হুমকি হিসেবে দেখছেন কি না—এমন প্রশ্নে সিইসি বলেন, “আমি এটিকে হুমকি মনে করি না। রাজনীতিবিদরা নানা কথা বলেন। আমরা আমাদের কাজ করে যাব।”
তিনি আরও জানান, শাপলা প্রতীক প্রথমে নাগরিক ঐক্য দাবি করেছিল। পরে এনসিপিও এ প্রতীক চায়। এজন্য কাউকেই এটি বরাদ্দ দেওয়া হয়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি