ইয়াবার বিনিময়ে মিয়ানমারে সার-চাল পাচার হচ্ছে: কৃষি উপদেষ্টা

ছবি: সংগৃহীত
ইয়াবার বিনিময়ে বাংলাদেশ থেকে মিয়ানমারে সার, ওষুধ ও চাল পাচার হচ্ছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
কৃষি উপদেষ্টা বলেন, “আরাকান আর্মিরা ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত। তারা ইয়াবা দিয়ে বিনিময়ে আমাদের দেশ থেকে সার, ওষুধ ও চাল পাচার করছে। অতিরিক্ত সার দিলেই পাচারের ঝুঁকি থাকে। তাই প্রয়োজনের বাইরে কোথাও সার দেওয়া হবে না। আমি যতদিন দায়িত্বে আছি, ততদিন সারের দাম বাড়বে না।”
সারের সংকট ও দাম নিয়ন্ত্রণে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়ে তিনি বলেন, “ডিলারশিপ ব্যবস্থায় কঠোর নজরদারি থাকবে। কারও বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন: নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন
গত এক বছরে দেশের কৃষি উৎপাদন নিয়ে তিনি বলেন, আলুর উৎপাদন সর্বাধিক হয়েছে। এতে বাজারে আলুর দাম কমে গেছে। তার ভাষায়, “গত এক বছরে ১১৫.৭৩৬ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। উৎপাদন বেশি হওয়ায় কোল্ড স্টোরেজে প্রচুর আলু মজুত আছে।”
কৃষকদের ক্ষতি রোধে সরকারের পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, প্রথমবারের মতো চীনে আলু রপ্তানি করা হয়েছে। এছাড়া সরকার কৃষকদের কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন আলু কিনবে। তবে দেশি আলুতে পানির পরিমাণ বেশি থাকায় তা দিয়ে ভালো মানের চিপস তৈরি সম্ভব নয়। এজন্য বিদেশ থেকে নতুন আলুর বীজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি