News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫

নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন

নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন

ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। 

তিনি বলেন, নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণ করা গেলেও পর্যটকরা দ্বীপে থাকতে পারবেন শুধুমাত্র জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে।

সচিব জানান, পর্যটক নিয়ন্ত্রণের কারণে দ্বীপের পরিবেশ অনেকটা উন্নতি হয়েছে। “আপনারা এবার গেলে এর প্রমাণ দেখতে পাবেন,” বলেন তিনি।

সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশীরউদ্দিন জানান, দেশের পর্যটন শিল্প রক্ষায় একটি জাতীয় পর্যটন নীতিমালা তৈরি করা হচ্ছে। এর কাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: আরও ৩ দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে একটি যৌথ কমিটি গঠন করা হয়। এরপরই নয় মাসের জন্য দ্বীপে ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত আসে। সে সময় মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছিলেন, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষা করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্বীপকে স্থানীয় জনগণকেন্দ্রিক পর্যটন কেন্দ্রে রূপ দেওয়ার কাজ চলছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়