News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৩:৩৯, ২৩ সেপ্টেম্বর ২০২৫

বিএনপি থেকে কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেয়া হয়নি: রিজভী

বিএনপি থেকে কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেয়া হয়নি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থীকে সবুজ সংকেত বা মনোনয়ন দেয়া হয়নি। গঠনতন্ত্র মোতাবেক মনোনয়ন দেওয়া হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির এ নেতা  বলেন, বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিএনপি সবুজ সংকেত নয়, দলের গঠনতন্ত্র ও নীতিমালা অনুসরণ করেই মনোনয়ন দিয়ে থাকে।

রিজভী আরও জানান, জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় ও জনবান্ধব কার্যক্রমে যারা এগিয়ে থাকবেন, তারাই মনোনয়নের জন্য বিবেচিত হবেন।

আরও পড়ুন: নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা আটক

এসময় তিনি অভিযোগ করেন, সরকার যতই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই একটি মহল ষড়যন্ত্র করছে। তারা পতিত ফ্যাসিবাদের সহায়তায় রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়