News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২৭, ২৪ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২১:২৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫

টস জিতে ভারতের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

টস জিতে ভারতের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে সুপার ফোর পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ভারতের বিপক্ষে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হয়েছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের দাবিদার হিসেবে এগিয়ে গেছে বাংলাদেশ। আজ ভারতের বিপক্ষে ম্যাচটি তাই বড় পরীক্ষার মঞ্চ। তবে ইনজুরির কারণে খেলতে পারছেন না নিয়মিত টি-২০ অধিনায়ক লিটন দাস। তার অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন জাকের আলী।

বাংলাদেশ একাদশে একাধিক পরিবর্তন এসেছে। লিটনের জায়গায় টপ অর্ডারে খেলছেন পারভেজ হোসেন ইমন। তাসকিন আহমেদের পরিবর্তে ফিরেছেন তানজিম সাকিব। এছাড়া বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও শেখ মেহেদী। তাদের জায়গায় একাদশে এসেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন।

আরও পড়ুন: অনুশীলনে চোট লিটনের, ভারত ম্যাচে শঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম সাকিব, নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

অন্যদিকে ভারত খেলছে অপরিবর্তিত একাদশ নিয়ে। জাসপ্রিত বুমরাহর খেলা নিয়ে শঙ্কা থাকলেও তিনি রয়েছেন দলে। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল তিন স্পিনার ও তিন পেসার নিয়ে মাঠে নেমেছে।

ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব, সানজু স্যামসন, তিলক ভার্মা, শিভাম দুবে, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়