News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৩, ২৩ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৮:১৩, ২৩ সেপ্টেম্বর ২০২৫

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধি দল

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধি দল

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও প্রতিনিধি দল।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় তারা নিউইয়র্কে পৌঁছান। এবারের সাধারণ পরিষদ অধিবেশন জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে। এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “বেটার টুগেদার: এইটি ইয়ারস অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস।”

এর আগে, বাংলাদেশ সময় রোববার রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ছয়জন উপদেষ্টা এবং বিএনপি, জামায়াত ও এনসিপির কয়েকজন নেতা।

এ ছাড়া, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সফরের অগ্রবর্তী হিসেবে দু’দিন আগে নিউইয়র্কে পৌঁছেছেন। তিনি জানান, আগামী ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা সাধারণ পরিষদে ভাষণ দেবেন। সেখানে সরকারের নীতি, অগ্রাধিকার ও নানা এজেন্ডা তুলে ধরবেন তিনি।

আরও পড়ুন: পদোন্নতি পেলেন পুলিশের ৩৯ কর্মকর্তা

প্রধান উপদেষ্টা ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অভিবাসী সমাবেশে বক্তব্য রাখবেন। পাশাপাশি অধিবেশনের সাইড লাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়