News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২১, ২২ সেপ্টেম্বর ২০২৫

পদোন্নতি পেলেন পুলিশের ৩৯ কর্মকর্তা

পদোন্নতি পেলেন পুলিশের ৩৯ কর্মকর্তা

ফাইল ছবি

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত ৩৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন। এছাড়া জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন: স্বাধীনতা পুরস্কার-২০২৬ এর মনোনয়ন আহ্বান

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা এতদিন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত ছিলেন। এ পদোন্নতির মাধ্যমে তারা এখন সহকারী পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে পদোন্নতির কার্যক্রমের বিস্তারিত নির্দেশনা উল্লেখ করা হয়েছে এবং সকল কর্মকর্তাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত যোগদানপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ পদোন্নতি সরকারি নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশের মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের ক্যারিয়ার উন্নয়ন এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য হিসেবে গণ্য করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়