স্বাধীনতা পুরস্কার-২০২৬ এর মনোনয়ন আহ্বান
ফাইল ছবি
‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ এর জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়েছে। আগামী ১০ নভেম্বর ২০২৫ পর্যন্ত আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী ও সংস্থা তাদের প্রস্তাব পাঠাতে পারবেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপ-সচিব এ, বি, এম, সাদিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখের চিঠির বরাত দিয়ে ১৮ সেপ্টেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, মনোনয়ন প্রদানের জন্য চাওয়া তথ্যাদি ১০ নভেম্বরের মধ্যে হার্ডকপি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখায় এবং সফটকপি ই-মেইলে পাঠাতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-২ শাখার চিঠিতে বলা হয়েছে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা বিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা/জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য ক্ষেত্রসহ মোট ১৩টি ক্ষেত্রে ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী এবং সংস্থার অবদানের স্বীকৃতি হিসেবে সরকার ১৯৭৭ সাল থেকে এ পুরস্কার প্রদান করে আসছে।
এর ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’-এর জন্য মনোনয়ন আহ্বান করেছে। মন্ত্রণালয় ও বিভাগেরা তাদের নিজ কার্যসংক্রান্ত ক্ষেত্রে এবং ইতোপূর্বে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তরা নির্ধারিত যেকোনো ক্ষেত্রে প্রস্তাব করতে পারবেন।
আরও পড়ুন: ভোজ্যতেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত
সংশ্লিষ্ট কাগজপত্রসহ মনোনয়ন প্রস্তাবের ৩০ সেট আগামী ৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে:
- উপ-সচিব, প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-২ অধিশাখা, কক্ষ নম্বর-১০৩০, ভবন-১, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০।
- মনোনয়ন প্রস্তাবের সফটকপি পেনড্রাইভে বা ই-মেইলে পাঠানোর জন্য ঠিকানা: adc2s@cabinet.gov.bd।
প্রস্তাব পাঠানোর সময় মন্ত্রিপরিষদের স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলী-২০২৪ অনুসরণ করতে হবে। প্রস্তাবিত ব্যক্তি সম্পর্কিত তথ্য ও প্রস্তাবিত প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য ছক পূরণপূর্বক প্রেরণ করতে হবে।
উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট (www.cabinet.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।
মনোনয়ন প্রক্রিয়ার মাধ্যমে সরকার ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থার গৌরবোজ্জ্বল অবদানকে স্বীকৃতি দিয়ে তাদের প্রচেষ্টা উদযাপন করছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








