News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৬, ২২ সেপ্টেম্বর ২০২৫

ভোজ্যতেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত

ভোজ্যতেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত

ফাইল ছবি

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত ও খোলা সয়াবিন তেল এবং পাম তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে দেশের ব্যবসায়ীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, খোলা ও বোতলজাত সয়াবিন এবং পাম তেলের দাম বাড়ানো হয়েছে। তবে কতটুকু দাম বৃদ্ধি করা হয়েছে, তা ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হবে।

দেশের ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ দফায় সয়াবিন ও পাম অয়েলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুন: পুঁজিবাজারকে আয়ের স্থায়ী উৎস ভাবা বিপজ্জনক: অর্থ উপদেষ্টা

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান সংবাদদাতাদের জানিয়েছেন, ব্যবসায়ীরা দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে সেটা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। আমরা এটা পর্যালোচনা করছি, এরপর তাদের সঙ্গে সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্যবসায়ীদের মতে, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম প্রতি ব্যারেল ১,২০০ ডলার ছুঁয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম প্রায় ১৮–২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাম অয়েলের দামেরও বৃদ্ধি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ কারণেই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম সমন্বয়ের প্রস্তাব দিয়েছেন।

অর্থনীতিবিদরা উল্লেখ করেছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য ওঠানামা থাকলেও বাংলাদেশে তার প্রভাব সব সময় উল্টোভাবে পড়ে। এতে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যে সাধারণ মানুষের ভোগান্তি কমছে না, বরং দিন দিন বাড়ছে।

এর আগে, গত ১৩ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেলের দাম লিটারে ১৮৯ টাকা এবং পাম তেলের দাম লিটারে ১৬৯ টাকা নির্ধারণ করেছিল।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়