পিআর পদ্ধতিতে নির্বাচন হলে স্থায়ী অস্থিতিশীলতা তৈরি হবে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি
পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার মতে, এ ধরনের সরকার গঠিত হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হয়ে পড়বে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “পিআর চাওয়ার মূল উদ্দেশ্য হলো বেশি আসন পাওয়া এবং দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, যাতে সংখ্যাগরিষ্ঠ দল ক্ষমতায় না আসতে পারে। যারা কম জনপ্রিয়, তাদের জন্যই পিআর লাভজনক।”
তিনি আরও বলেন, সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। সংবিধান পড়লেই জামায়াতকে বিষয়টি বোঝা সম্ভব।
বিএনপির এই নেতা বলেন, “কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক, অরাজনৈতিক ও অবৈধ আবদার মেনে জাতিকে বিপদে ফেলা যাবে না। বর্তমান সরকার সাংবিধানিক সরকার। তাই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে আইনানুগভাবে সরকার পরিচালনা করতে হবে।”
আরও পড়ুন: শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, মনোনয়ন চূড়ান্তে প্রস্তুত বিএনপি
জরিপ প্রসঙ্গে তিনি বলেন, “জরিপে দেখা গেছে ৫৬ শতাংশ মানুষ পিআর কী তা জানে না। অথচ জামায়াত দাবি করছে ৭০ শতাংশ মানুষ পিআর চায়। এসব বিভ্রান্তিকর প্রচারণা দিয়ে জনগণকে ভুল পথে নেওয়া যাবে না।”
নিউজবাংলাদেশ.কম/এসবি