News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২০:৪০, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ভারতে জেন-জি বিক্ষোভ, বিজেপির কার্যালয়ে আগুন

ভারতে জেন-জি বিক্ষোভ, বিজেপির কার্যালয়ে আগুন

বাংলাদেশ-নেপালের পর এবার জেন-জি প্রজন্মের ঝড় বইছে ভারতে। চীন সীমান্তঘেঁষা লাদাখে রাজ্য মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে শুরু হওয়া আন্দোলন রক্তক্ষয়ী রূপ নিয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। সহিংস বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ করেছে ক্ষমতাসীন বিজেপির আঞ্চলিক কার্যালয়ে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার লাদাখের রাজধানী লেহ শহরে শান্তিপূর্ণ আন্দোলন ভেঙে সহিংসতায় জড়িয়ে পড়ে তরুণ বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।

আন্দোলনের নেতৃত্বে থাকা লাদাখ এপেক্স বডির সমন্বয়ক জিগমাত পালজোর বলেন, “এটা লাদাখের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত দিন। যারা গণতান্ত্রিক অধিকারের দাবিতে রাস্তায় নেমেছিলেন, তাদের হত্যা করা হলো।”

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভে ৩০ জনের বেশি পুলিশ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে বাধ্য হয়েছে পুলিশ।

আন্দোলনের পেছনে ভূমিকা রাখার অভিযোগ উঠেছে পরিবেশবিদ ও শিক্ষক সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে। তবে তিনি দাবি করেছেন, তিনি কখনো সহিংসতার আহ্বান জানাননি; বরং সতর্ক করেছিলেন যে তরুণদের দাবি উপেক্ষা করলে ক্ষোভ ভয়াবহ রূপ নিতে পারে। ওয়াংচুক একে “জেন-জি বিপ্লব” বলে আখ্যায়িত করেছেন।

আরও পড়ন: গাজায় যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ২১ দফা পরিকল্পনা

২০১৯ সালে জম্মু-কাশ্মিরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিলের পর লাদাখকে আইনসভাহীন কেন্দ্রশাসিত অঞ্চল বানানো হয়। এতে স্থানীয় জনগণ সম্পূর্ণভাবে আমলাতান্ত্রিক শাসনের অধীনে চলে যায়। রাজ্য মর্যাদা ও ষষ্ঠ তফসিলের সাংবিধানিক সুরক্ষা না পাওয়ায় কর্মসংস্থান সংকটে পড়েছেন লাদাখের তরুণরা।

বিশ্লেষক সিদ্দিক ওয়াহিদ মনে করেন, “২০১৯ সালে মোদি সরকারের পদক্ষেপ এখন বুমেরাং হয়ে ফিরে আসছে। আগে কাশ্মির ছিল অশান্তির কেন্দ্র, এবার লাদাখও যোগ হলো।”

চীন সীমান্তসংলগ্ন লাদাখ কৌশলগতভাবে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২০ সালে এখানেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও চীনের সেনারা। নতুন করে শুরু হওয়া এই বিক্ষোভ তাই কেবল অভ্যন্তরীণ রাজনীতি নয়, আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়