News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১০, ২৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:১১, ২৫ সেপ্টেম্বর ২০২৫

নিবন্ধন পেল লেবার পার্টি, প্রতীক আনারস

নিবন্ধন পেল লেবার পার্টি, প্রতীক আনারস

ছবি: সংগৃহীত

হাইকোর্টের নির্দেশে অবশেষে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি। দলীয় প্রতীক হিসেবে পেয়েছে আনারস। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দলটিকে নিবন্ধন সনদ দেয় নির্বাচন কমিশন (ইসি)।

সনদে উল্লেখ করা হয়েছে, দ্যা রিপ্রেজেন্টেশন অব দ্যা পিপল অর্ডার, ১৯৭২-এর পরিচ্ছেদ VIA অনুযায়ী চলতি বছরের ২৯ মে হাইকোর্টের রায় ও আদেশের ভিত্তিতে লেবার পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছে।

এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে নিবন্ধনের দাবি জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন দলটির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান। রিটের শুনানি শেষে গত বছরের ৫ নভেম্বর আদালত রুল জারি করে জানতে চান কেন বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দেওয়া হবে না।

আরও পড়ুন: পিআর পদ্ধতিতে নির্বাচন হলে স্থায়ী অস্থিতিশীলতা তৈরি হবে: সালাহউদ্দিন

পরে চলতি বছরের ২৯ মে হাইকোর্ট এক মাসের মধ্যে দলটিকে নিবন্ধন দিতে নির্দেশ দেন। অবশেষে রায়ের প্রায় চার মাস পর নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়