News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:১৮, ২৫ সেপ্টেম্বর ২০২৫

সমুদ্র থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন

সমুদ্র থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন

ছবি: সংগৃহীত

চীন সফলভাবে সমুদ্রে স্থাপিত কেন্দ্র থেকে একাধিক স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেইজিং সময় বিকেলে শানতোং প্রদেশের রিচাও শহরের উপকূল থেকে স্মার্ট ড্রাগন-৩ রকেটটি উৎক্ষেপণ করা হয়। অভিযানের দায়িত্বে ছিল তাইইউয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার।

এই মিশনে একটি পরীক্ষামূলক স্যাটেলাইটসহ মোট ১২টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়। এর মধ্যে ১১টি ছিল গিলি-০৬ বহরের অংশ, যা হাংচৌ-ভিত্তিক গিস্পেস কোম্পানির মালিকানাধীন। প্রতিষ্ঠানটি গিলি হোল্ডিং গ্রুপের অধীনস্থ এবং স্যাটেলাইট ইন্টারনেট অব থিংস পরিচালনায় কাজ করে।

আরও পড়ুন: গ্রামীণফোনের ডেটা ও ভয়েস বান্ডল কেনা যাবে কিস্তিতে, সহযোগিতায় পামপে

স্মার্ট ড্রাগন-৩ রকেট ৫০০ কিলোমিটার উচ্চতায় সান-সিঙ্ক্রোনাস কক্ষপথে সর্বোচ্চ দেড় টন পে-লোড বহনে সক্ষম। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে গিস্পেস টানা ছয়বার উৎক্ষেপণের মাধ্যমে ইতিমধ্যেই ৬৪টি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছে। সূত্র: সিএমজি বাংলা

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়