গ্রামীণফোনের ডেটা ও ভয়েস বান্ডল কেনা যাবে কিস্তিতে, সহযোগিতায় পামপে

ছবি: নিউজবাংলাদেশ
গ্রামীণফোনের ডেটা (ইন্টারনেট) ও ভয়েস বান্ডল কেনা যাবে কিস্তিতে। গ্রামীণফোন তাদের সহযোগী পাম-পে-এর সাথে পার্টনারশিপ সম্প্রসারণ করেছে। এই পার্টনারশিপের আওতায় দেশে প্রথমবারের মতো চালু হয়েছে ডিভাইস-বান্ডল কেনায় কার্ডবিহীন কিস্তি সুবিধা। এই সুবিধার মাধ্যমে ক্রেতারা ক্রেডিট কার্ড ছাড়াই স্মার্টফোন কিনতে পারবেন। পাশাপাশি রয়েছে আকর্ষণীয় দীর্ঘমেয়াদি ডেটা ও ভয়েস প্যাকেজসহ সহজ কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর জিপি হাউসে গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর এবং হেড অব ইন্টারনেট অ্যান্ড ব্রডব্যান্ড মো. মাহবুবুল আলম ভূঁইয়া এবং পামপে’র চিফ অপারেটিং অফিসার ক্রিস চেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ক চুক্তিতে সই করেন। এ সময় গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান এবং চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের অংশ হিসেবে গ্রাহকরা এখন দুটি দীর্ঘমেয়াদি কম্বো বান্ডেল থেকে বেছে নেয়ার সুযোগ পাবেন। শুধু পামপে প্ল্যাটফর্মের মাধ্যমে ৩ হাজার ৯৯৬ টাকায় ২২৫ জিবি ডেটা ও ৪ হাজার ৫০০ মিনিট এবং ৪ হাজার ৯৯৬ টাকায় ৩৬০ জিবি ডেটা ও ৬ হাজার ৩০০ মিনিটের এ দুটি বান্ডল উপভোগ করতে পারবেন গ্রাহকরা । উভয় বান্ডলের মেয়াদ ২৭০ দিন।
পামপে রিটেইল পার্টনারের মাধ্যমে বা গ্রামীণফোন সেন্টার থেকে গ্রাহকরা এখন আইটেল, টেকনো ও ইনফিনিক্স ব্র্যান্ডের স্মার্টফোন কিস্তিতে (ইএমআই) কিনতে পারবেন, সাথে থাকছে পছন্দের গ্রামীণফোন বান্ডেল। বান্ডেলটি পুরো মেয়াদের জন্য তাৎক্ষণিকভাবে চালু হবে এবং পামপে অ্যাপের মাধ্যমে কিস্তির অর্থ পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। এই প্রক্রিয়ায় গ্রাহকের মূল ব্যালেন্সে কোন পরিবর্তন হবে না।
আরও পড়ুন: এখন ১ কোটি ৭০ লাখ ডিভাইসে হুয়াওয়ের হারমোনি ওএস৫
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, গ্রাহকদের জন্য সবসময় উন্নত ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করার বিষয়টিতে অগ্রাধিকার দেয় গ্রামীণফোন। পামপে’রর সাথে এই পার্টনারশিপের মাধ্যমে আমরা এমন একটি সেবা চালু করতে পেরেছি যাতে ডিভাইস ও কানেক্টিভিটি কেনা আরও সহজ ও সাশ্রয়ী হয়ে উঠেছে।
পামপে লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জুন ঝেং ইথান যোগ করেন, গ্রাহকদের জন্য একটি সাশ্রয়ী ইএমআই প্ল্যানের মাধ্যমে একইসাথে নির্ভরযোগ্য সার্ভিস বান্ডল এবং স্মার্ট ডিভাইস দিতে সংকল্পবদ্ধ আমরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি