News Bangladesh

ফরিদপুর সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৭, ২৩ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১০:২৮, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় চতুর্থ দফায় আন্দোলন

ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় চতুর্থ দফায় আন্দোলন

ছবি: নিউজবাংলাদেশ

ফরিদপুর-৪ আসনের অন্তর্গত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী -এই দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনের (নগরকান্দা ও সালথা) সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে এক ঘণ্টার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সুয়াদি বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে অখণ্ড ভাঙ্গা উপজেলা রক্ষা কমিটি। নারী-পুরুষসহ স্থানীয় জনসাধারণ এতে অংশ নেন।

আলগী ইউনিয়নের হান্নান মাতুব্বর বলেন, “আমরা ভাঙ্গা ছেড়ে নগরকান্দার সঙ্গে যুক্ত হব না। আমরা অখণ্ড ভাঙ্গা চাই। ডিসি মহোদয় গত ২১ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছিলেন, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করেননি। তাই ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

অখণ্ড ভাঙ্গা উপজেলা রক্ষা কমিটির প্রধান সমন্বয়ক ও হামিরদী ইউনিয়নের চেয়ারম্যান খোকন মিয়া বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যা প্রত্যাহার করতে হবে। যারা থানা ও উপজেলা পরিষদে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, তাদের ভিডিও ফুটেজ দেখে বিচারের আওতায় আনা হোক। আমরা শান্তিপূর্ণ মানববন্ধন চালিয়ে যাব। আমাদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না।”

আরও পড়ুন: টঙ্গীতে কেমিক্যাল গুদামে আগুন, দগ্ধ ৫

প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুর-৪ আসনের দুটি বড় ইউনিয়ন (আলগী ও হামিরদী) ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই এলাকাবাসী ধারাবাহিক আন্দোলন শুরু করে।৫ সেপ্টেম্বর: প্রথম ধাপে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ।৯-১১ সেপ্টেম্বর: দ্বিতীয় ধাপে তিন দিনের টানা অবরোধ।১৪-১৬ সেপ্টেম্বর: তৃতীয় ধাপে মহাসড়ক ও রেলপথে অবরোধ। এ সময় আন্দোলনকারীরা থানাসহ সরকারি দপ্তরে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান। এসব সহিংস ঘটনার কারণে চারটি মামলা দায়ের হয়েছে।

কমিটির নেতারা জানিয়েছেন, প্রাথমিকভাবে তিন দিনের আন্দোলনের পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এলাকাবাসী জানিয়েছেন, দাবিপূরণ না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়