টঙ্গীতে কেমিক্যাল গুদামে আগুন, দগ্ধ ৫

ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গুদামে আগুন লেগে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে শুরু হওয়া এই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, টঙ্গীর সাহারা মার্কেটের ফেমাস কেমিক্যাল নামের গুদামে বিকেল সোয়া ৩টার দিকে ধোঁয়ার কুণ্ডলী দেখা দিলে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের প্রকোপের মাত্রা দেখে উত্তরা ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট এসে সামরিকভাবে সহযোগিতা করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আহতরা হলেন টঙ্গী ফায়ার সার্ভিসের পরিদর্শক জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার মো. শামীম (৪৫), মো. নূরুল হুদা (৪৫), মো. জয় হাসান (২৫), পথচারী বাবু (২০), ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম (৪৭)।
আহতদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে বাইসাইকেল আরোহীর মৃত্যু
হাসপাতালে থাকা চিকিৎসক ডা. ইসরাত জাহান জানিয়েছেন, দগ্ধদের চারজনের দগ্ধের মাত্রা প্রায় ৮০ শতাংশ এবং তাদের অবস্থা গুরুতর।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, আগুনের খবর পেয়ে মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে অঙ্গীকারবদ্ধ এই ইউনিটগুলো অব্যাহতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ চালাচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, গুদামটিতে বিভিন্ন কেমিক্যাল মজুত রাখা হতো। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আমাদের এক কর্মকর্তা ও তিন কর্মী দগ্ধ হয়েছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার সময় গুদামে থাকা লোকজন দৌড়ে বেরিয়ে আসেন। গুদামের ভিতরের কিছু কেমিক্যাল ড্রাম বিস্ফোরণও ঘটায়, যা দগ্ধ হওয়ার ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসা চলমান এবং প্রাথমিক তদন্তের মাধ্যমে আগুন লাগার কারণ এবং সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে জানানো হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি