News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩৭, ২৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২০:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০২৫

বাসমতী ছাড়া চাল রপ্তানিতে নতুন শর্ত দিলো ভারত

বাসমতী ছাড়া চাল রপ্তানিতে নতুন শর্ত দিলো ভারত

ছবি: সংগৃহীত

চাল রপ্তানি নিয়ন্ত্রণে নতুন নিয়ম জারি করেছে ভারত সরকার। এখন থেকে বাসমতী ছাড়া অন্যান্য চাল রপ্তানি করতে হলে অবশ্যই কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের (এপিইডিএ) নিবন্ধন নিতে হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বৈদেশিক বাণিজ্য শাখা এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়, চাল আমদানির ঋণপত্রের বিপরীতে ইতোমধ্যে যেসব টেন্ডার করা হয়েছে, সেগুলো ছাড়া নতুন করে খোলা সব ঋণপত্রের ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হবে।

আরও পড়ুন: অগ্রিম আমদানি সীমা দ্বিগুণ করলো বাংলাদেশ ব্যাংক

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক দীনেশ পোদ্দার জানান, বাংলাদেশ ভারত থেকে সাধারণ চালের অন্যতম বড় আমদানিকারক দেশ। নতুন নীতিমালা কার্যকর হলে চাল আমদানির গতি কিছুটা বাধাগ্রস্ত হবে এবং খরচও বেড়ে যাবে। ফলে খুচরা বাজারে চালের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়