News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪০, ১৩ আগস্ট ২০২৫

প্রথমবার আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজ, সতীর্থ সাকিব

প্রথমবার আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজ, সতীর্থ সাকিব

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের প্রস্তুতির মাঝেই সুখবর পেলেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি)-তে সুযোগ পেয়েছেন তিনি। জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানও থাকছেন তার দলে।

দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন মোস্তাফিজ। মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে তাকে। দলে আরও রয়েছেন দুষ্মন্ত চামিরা, গুলবাদিন নাইব ও রোভম্যান পাওয়েল।

এর আগে আইপিএলেও বদলি হিসেবে খেলেছিলেন মোস্তাফিজ, যখন দিল্লি ক্যাপিটালস তাকে মিচেল স্টার্কের বদলি হিসেবে দলে নেয়। এছাড়া তিনি লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন। ফলে আইএল টি-টোয়েন্টি হবে দেশের বাইরে তার পঞ্চম ফ্র্যাঞ্চাইজি লিগ।

আরও পড়ুন: বিয়ে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো, বাগদান সম্পন্ন

আইএল টি-টোয়েন্টি শুরু হবে আগামী ২ ডিসেম্বর। তার আগে ৩০ সেপ্টেম্বর হবে নিলাম। তবে একই সময়ে বিপিএলও থাকায় মোস্তাফিজ বিসিবির এনওসি পাবেন কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়