এবার বোলিং র্যাংকিংয়েও সেরা স্টার্ক
ঢাকা: বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর বোলিং র্যাংকিংয়েও সেরা হলেন মিশেল স্টার্ক। মঙ্গলবার আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে বোলিংয়ে শীর্ষ স্থান দখল করেন তিনি।
এছাড়া ক্রিকেটের সর্বোচ্চ আসরে ভালো পারফর্ম করে তালিকার দুইয়ে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। বোলারদের র্যাংকিংয়ে দশ নাম্বারে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
বিশ্বকাপে ২২ উইকেট দখল করে ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়ানডে র্যাংকিংয়ের সেরা বোলার হওয়ার নজির দেখালেন স্টার্ক। ৭৮৩ রেটিং পয়েন্ট তার। দুইয়ে থাকা ইমরান তাহিরের ঝুঁলিতে ৭৩৪ রেটিং পয়েন্ট।
এরপর তালিকার তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয় ও দশ নম্বরে আছেন যথাক্রমে পাকিস্তানের সাঈদ আজমল, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, অস্ট্রেলিয়ার মিশেল জনসন, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, দক্ষিণ আফ্রিকার মরনে মরকেল ও বাংলাদেশের সাকিব আল হাসান।
ব্যাটিংয়ে সবার সেরা দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। শীর্ষ দশে রয়েছেন কুমার সাঙ্গাকারা, হাশিম আমলা, বিরাট কোহলি, তিলকারত্মে দিলশান, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, মহেন্দ্র সিং ধোনি, গ্লেন ম্যাক্সওয়েল ও জর্জ বেইলি।
নিউজবাংলাদেশ.কম/এফকে/এমএম
নিউজবাংলাদেশ.কম








