বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচ
বুধবার আসছেন নিরাপত্তা পর্যবেক্ষক
খুলনা: আসন্ন পাকিস্তান ক্রিকেট দলের সফরে একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠানে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থা পর্যবেক্ষণে বুধবার একটি প্রতিনিধি দল খুলনা আসছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিরাপত্তা পরিচালক লেফটেন্যান্ট (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ আজম খানের নেতৃত্বে দলটি সকালে হেলিকপ্টারযোগে খুলনায় এসে পৌঁছাবেন।
তারা টেস্ট ভেন্যু শেখ আবু নাসের স্টেডিয়াম, আবাসন ব্যবস্থা, শহরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও স্থানীয় পুলিশ কমিশনারের সাথে বৈঠকে বসবেন।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে থাকবেন বিসিবি পরিচালক ও খুলনা বিভাগীয় প্রতিনিধি শেখ সোহেল, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান মেজর হোসেন ইমাম।
খসড়া সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ান ডে ম্যাচ যথাক্রমে ১৯ ও ২২ এপ্রিল। একই ভেন্যুতে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ।
পরদিনই ২৫ এপ্রিল পাকিস্তান ক্রিকেট দলের খুলনায় এসে পৌঁছানোর কথা। একই দিনে আসবে বাংলাদেশ ক্রিকেট দলও। দুদিন অনুশীলন শেষে শেখ আবু নাসের স্টেডিয়ামে ২৮ এপ্রিল শুরু হবে দুম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। আগামী ২ মে খুলনা টেস্ট শেষ করে পরদিন ঢাকায় ফিরবেন দুদল।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন প্রতিনিধি দলটির খুলনায় আগমন নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, “পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরের খসড়া সূচি সে দেশের ক্রিকেট বোর্ডে পাঠানো হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড নিরাপত্তার দেখভাল করার পরেই সূচি চূড়ান্ত হবে।”
নিউজবাংলাদেশ.কম/কেজেইচ
নিউজবাংলাদেশ.কম








