News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৩, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৩, ১৮ জানুয়ারি ২০২০

বুধবার দুপুরে আইসিসি সভাপতির সংবাদ সম্মেলন

বুধবার দুপুরে আইসিসি সভাপতির সংবাদ সম্মেলন

ঢাকা: বুধবার অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই বিমান বন্দরে সংবাদ সম্মেলন করবেন আইসিসির সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, আইসিসির সভাপতি আগামীকাল বুধবার দুপুর ১২টায় শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। বিমান থেকে নেমেই তিনি ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলোর প্রেক্ষাপট মিডিয়ার সামনে তুলে ধরবেন।
 
প্রসঙ্গত, বিশ্বকাপের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে সারা দুনিয়াতেই সমালোচনার ঝড় উঠেছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ-ভারত ম্যাচের বাজে আম্পায়ারিং, আইসিসির সংবিধান লঙ্ঘন করে সভাপতিকে (আ হ ম মুস্তফা কামাল) বিশ্বকাপ ট্রফি প্রদান থেকে বিরত রাখা ইত্যাদি। 

উল্লেখ্য, ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে ১০ মার্চ অস্ট্রেলিয়ায় যান আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়