পাকিস্তান আসবে ১৩ এপ্রিল
ঢাকা: এপ্রিল মাসের ১৩ তারিখে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। সেই সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টেস্ট, দুটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে পাকরা।
প্রাথমিকভাবে বাংলাদেশ সফরে আসার জন্য ওই সিরিজে বিসিবির আয়ের ৫০ শতাংশ দাবি করেছিল পাকিস্তান। এজন্য আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল। কিন্তু এখন আর তা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানান বিসিবির কর্মকর্তারা।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী জানান, আসছে এপ্রিলের ১৩ তারিখে বাংলাদেশ সফরে আসবে আজহার আলির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। সেই সফরে তিনটি টেস্ট, দুটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








