News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৪, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৩, ১৮ জানুয়ারি ২০২০

আইসিসিকে ইতোমধ্যেই আপত্তি জানিয়েছে বিসিবি

আইসিসিকে ইতোমধ্যেই আপত্তি জানিয়েছে বিসিবি

ঢাকা: সদ্য শেষ হওয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। সেই ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছিল মাশরাফি মুর্তজা বাহিনী। এজন্য ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) নিজেদের আপত্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী জানান, শেষ আটে ভারতের বিপক্ষে বাজে আম্পায়ারিংয়ের শিকার হওয়ার পরের দিনই আইসিসিকে নিজেদের আপত্তির কথা জানিয়েছে বিসিবি।

এর আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশ ম্যাচে উপস্থিত থাকা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আম্পায়ারদের বিতর্কিত সেই সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে বিসিবি কোনো রিভিয়ের আবেদন করবে না। অবশ্য এর বিরুদ্ধে আইসিসিকে নিজেদের অসন্তুষ্টির কথা জানাবে। তাছাড়া বাংলাদেশ-ভারত ম্যাচের পর আম্পায়ারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন আইসিসির প্রেসিডেন্ট আ হ ম মোস্তফা কামালও।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে ১০৯ রানে হারে বাংলাদেশ। ওই ম্যাচে ভারতীয় ওপেনার রোহিত শর্মা রুবেলের করা একটি বলে আউট হয়েও আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে বেঁচে যান। আবার মাহমুদউল্লাহকে ভালোভাবে যাচাই বাচাই না করেই ক্যাচ আউট দেয়া হয়। অথচ পরে রিপ্লেতে দেখা গেছে সেটি ছক্কা ছিল। বিতর্ক আছে তামিম ইকবালের ক্যাচ নিয়েও।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়