আজ মেসি কি খেলবেন?
ঢাকা: শনিবার এল সালভাদরের বিপক্ষে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি। পরবর্তীতে ইকুয়েডর ম্যাচের আগে দলের তিনটি অনুশীলনেও দেখা যায়নি বার্সা প্রাণভোমরাকে। সেজন্য প্রশ্ন উঠছে মঙ্গলবার মহাদেশীয় প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আর্জেন্টিনা অধিনায়ক মাঠে নামতে পারবেন তো?
ওয়াশিংটনে এল সালভাদরের বিপক্ষে ২-০ গোলে জয়ের দিনে মেসিকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো। এরপর এমএলটেনের অনুশীলনে অংশগ্রহণ না করা নিয়ে আলবেসেলেস্তি কোচ বলেন, “তৃতীয় দিনের অনুশীলনেও সে পায়ে ভালোভাবে বুট পরতে পারছিল না।” মার্টিনো সাথে সাথে আরো যোগ করেন, “এটা আমরা বুঝি যে দর্শকরা মেসিকে আবারো খেলতে দেখতে চায়। কিন্তু সত্যিকার অর্থে সে অসমর্থ্য।”
তবে অধিনায়কের জন্য ম্যাচের একেবারে আগ পর্যন্ত যে অপেক্ষা করা হবে সেটাও নিশ্চিত করেন মার্টিনো। তিনি বলেন, “লিও (মেসি) সবসময় খেলতে চায়। সেজন্য কিকঅফের আগের মিনিট পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হবে। অবশ্য কোনো ঝুঁকি নেব না আমরা। যদি বর্তমান অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে খেলানো হবে না তাকে।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








