News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪৬, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৩, ১৮ জানুয়ারি ২০২০

অস্ট্রেলিয়ার অ্যাশেজ দলে ফাওয়াদ

অস্ট্রেলিয়ার অ্যাশেজ দলে ফাওয়াদ

ঢাকা: অ্যাশেজ শুরু হতে এখনো মাস তিনেক বাকি, কিন্তু এর মধ্যেই দল ঘোষণার প্রাথমিক কাজটা সারলো অস্ট্রেলিয়া।

মঙ্গলবার ঘোষিত অজিদের ১৭ সদস্যের অ্যাশেজ দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ স্পিনার ফাওয়াদ আলম। কিন্তু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের গ্লেন ম্যাক্সওয়েল ও জেমস ফকনারদের সুযোগ মেলেনি স্কোয়াডে।

২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ১১ নম্বরে ব্যাটিংয়ে নেমে বিশ্বরেকর্ড উপহার দেয়া অ্যাস্টন অগারের বিকল্প হিসেবে দলে সুযোগ পেয়েছেন পাকিস্তান বংশোদ্ভূত অজি স্পিনার ফাওয়াদ আলম।

অন্যদিকে শেফিল্ড শিল্ডে অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখিয়ে স্কোয়াডে সুযোগ পেয়েছেন অ্যাডাম ভোজেস। আগামী জুলাইয়ে কার্ডিফে পাঁচ ম্যাচের অ্যাশেজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।

স্কোয়াড: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), ফাওয়াদ আহমেদ, ব্রাড হাডিন, জোস হ্যাজলউড, রায়ান হ্যারিস, মিশেল জনসন, নাথান লায়ন, মিশেল মার্শ, শন মার্শ, পিটার নেভিল, ক্রিস রজার্স, পিটার সিডল, মিশেল স্টার্ক, অ্যাডাম ভোজেস, ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়