News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫৯, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৩, ১৮ জানুয়ারি ২০২০

বিতর্কিত আম্পায়ারিংয়ের বিরুদ্ধে আপিল করতে লিগ্যাল নোটিশ

বিতর্কিত আম্পায়ারিংয়ের বিরুদ্ধে আপিল করতে লিগ্যাল নোটিশ

ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটে বিতর্কিত আম্পায়ারিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইসিসিতে আপিল করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।

মঙ্গলবার সকালে তিনি রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।

বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে ভারতের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ।

নেটিশে ২৪ ঘন্টার মধ্যে আইসিসির কাছে বিতর্কিত দুই আম্পায়ার পাকিস্তানের আলিম দার ও ইংল্যান্ডের ইয়ান গোল্ডের বিরুদ্ধে আপিল করার নির্দেশনা চেয়ে ক্রিড়া সচিব, বিসিবির সভাপতি ও বাংলাদেশ দলের ম্যানেজারকে অনুরোধ জানানো হয়।

ইউনূস আলী আকন্দ জানান, আইসিসিতে ২৪ ঘণ্টার মধ্যে আপিল না করলে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

প্রসঙ্গত, ভারতের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ। বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়ে ভারতের কাছে বাংলাদেশ ১০৯ রানে হারে।

ওই খেলায় ভারতের ব্যাটসম্যান রোহিত শর্মা সেঞ্চুরির আগ মুহূর্তে রুবেল হোসেনের বলে আউট হন। কিন্তু ফিল্ড আম্পায়ার রুবেলের বলটি রোহিতের কোমরের ওপরে ছিল বলে ‘নো’ বল ঘোষণা করেন। কিন্তু রিপ্লেতে দেখা যায়, বলটি কোমরের নিচে ছিল। এরপর সুরেশ রায়নার একটি নিশ্চিত এলবিডব্লিউ নাকচ করে দেন আম্পায়াররা। সবশেষ বাংলাদেশ যখন ব্যাট করতে নামে, তখন মাহমুদউল্লাহ রিয়াদকে বিতর্কিত একটি সিদ্ধান্তে আউট দেন আম্পায়ার। সব মিলিয়ে ভারতের ১১ জন খেলোয়াড় ছাড়াও দুজন আম্পায়ারের বিপক্ষেও খেলতে হয়েছে বাংলাদেশ দলকে।

এমন বাজে আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, ‘আম্পায়ারিং খুবই বাজে হয়েছে। এমনটা প্রত্যাশিত ছিল না। তাদের আচরণ দেখে মনে হয়েছে তারা সবকিছু ঠিকঠাক করে মাঠে নেমেছেন। আইসিসির উচিত বিষয়টি খতিয়ে দেখা। যদি তারা (আম্পায়ার) ইচ্ছাকৃতভাবে এমনটি করে থাকেন তাহলে তাদের শাস্তি হওয়া উচিত।’ আইসিসির পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এফই

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়