News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৮, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৩, ১৮ জানুয়ারি ২০২০

যুবরাজকেও পাশে পাচ্ছেন কোহলি-আনুশকা

যুবরাজকেও পাশে পাচ্ছেন কোহলি-আনুশকা

ঢাকা: ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকার শর্মার ব্যক্তিগত জীবনকে সম্মান জানানোর আকুতি জানালেন ২০১১ বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট যুবরাজ সিং।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি ভারতীয় ক্রিকেটের পোস্টারবয়। আউট হন মাত্র এক রান করেই। এজন্য মাঠে উপস্থিত থাকা আনুশকা শর্মাকে অনেক ক্রিকেটপ্রেমী দোষারোপ করছেন। এই বিষয়টি মানতে পারছেন যুবরাজ।

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এক ক্ষুদে বার্তায় যুবরাজ লিখেন, “ভারতের সত্যিকারের সমর্থক যারা হার-জয়ে দলকে সমর্থন করেন তাদের প্রতি আমার আকুতি আপনারা বিরাট কোহলি ও আনুশকার শর্মার ব্যক্তিগত জীবনকে একটু সম্মান করুন।”

২০১১ বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হওয়া বাঁহাতি ক্রিকেটার বলেন, “অস্ট্রেলিয়ার গ্রীষ্মে যার ব্যাট থেকে পাঁচটি সেঞ্চুরি এসেছে সে ভক্তদের কাছ থেকে আরো বেশি সম্মান প্রত্যাশা করতেই পারে। আমি নিশ্চিত ভবিষ্যতে সে দেশের হয়ে বারবার দেশের হয়ে সফলতা লাভ করবে।”

প্রসঙ্গত, এর আগে কোহলির সমালোচনায় ব্যথিত হয়ে মুখ খুলেছিলেন সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়ও। সৌরভ বলেছিলেন, “বিরাটের ব্যর্থতার জন্য আনুশকাকে দোষ দেয়া ঠিক কাজ নয়।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়