রিয়াদ ও সৌম্যের ব্যাটে শতরান বাংলাদেশের
ঢাকা: মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাদের ব্যাটে ভর করে শতরান পেরিয়েছে বাংলাদেশ। দু’জনে এরই মধ্যে গড়েছেন ৮৮ রানের জুটি। সৌম্য করেছেন ৫৬ বলে ৫০ রান। ক্রিজে মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন ৬১ বলে ৪৮ রানে। বাংলাদেশের সংগ্রহ ২৭ ওভারে ১১৫ রান।
সকালে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দুই বাংলাদেশি ওপেনারের। দলীয় ৪ রানেই ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেলেন ইমরুল কায়েস। তার বিদায়ের পরে দলীয় ২৭ রানে ফিরেন তামিম ইকবাল। তাকেও ফেরান বোল্ট।
শুক্রবার (১৩ মার্চ) ‘এ’ গ্রুপের ৩৭তম ম্যাচে হ্যামিল্টনের সিডন পার্কে মুখোমুখি হয়েছে দু’দল।
বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক মাশরাফির বদলে দলে অর্ন্তভুক্ত হয়েছেন নাসির হোসেন এবং আরাফাত সানির পরিবর্তে তাইজুল ইসলাম।
বাংলাদেশ দল: তামিম ইকবাল খান, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির আহমেদ রুম্মন, নাসির হোসেন, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদ্দুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।
নিউজিল্যান্ড দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, গ্রান্ট ইলিয়ট, মার্টিন গাপটিল, ন্যাথান ম্যাকালাম, কাইল মিলস, ড্যানিয়েল ভেট্টোরি, কেন উইলিয়ামসন, কোরি অ্যান্ডারসন, টিম সাউদি ও লুক রঞ্চি।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








