News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪০, ৭ আগস্ট ২০১৫
আপডেট: ১৩:১৪, ১৮ জানুয়ারি ২০২০

সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবলের পর্দা উঠছে রোববার

সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবলের পর্দা উঠছে রোববার

ঢাকা: সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের পর্দা উঠছে রোববার। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কিশোর ফুটবলারদের এই লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও এতে অংশ নিচ্ছে ভারত, নেপাল, শ্রীলংঙ্কা, আফগানিস্তান এবং মালদ্বীপ|

উদ্বোধনী দিনেই মাঠে নামছে ভারত ও শ্রীলংকা। সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল ৫টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ছোটদের সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গত বৃহস্পতিবার সিলেটে পৌঁছায় ভারত ও নেপাল ফুটবল দল এবং শুক্রবার সন্ধ্যায় পৌঁছেছে শ্রীলংকা ও আফগানিস্তান ফুটবল দল।

সবগুলো দলকেই সিলেটের হোটেল নির্ভানা ইনে রাখা হয়েছে। এদিকে টুর্নামেন্টের জন্য সিলেট জেলা স্টেডিয়ামকে পুরোদমে প্রস্তুত করা হয়েছে। প্রাথমিক অবস্থায় এই ফুটবল টুর্নামেন্টটি কক্সবাজারে করার পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।

কিন্তু কক্সবাজার স্টেডিয়ামে নেই ফ্লাডলাইট। তাছাড়া স্টেডিয়ামের অবস্থা খুব ভালো না হওয়ায় সেখানে প্রতিদিন ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। এ কারণে কক্সবাজার স্টেডিয়ামে খেলা আয়োজনের সিদ্ধান্ত বাদ দিয়েছে বাফুফে। শেষ পর্যন্ত সবকটি ম্যাচ সিলেটেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়