সালমাদের প্রস্তুতি ক্যাম্প শুরু
ঢাকা: টাইগারদের সাথে একটি পূর্ণাঙ্গ সিরিজ শেষে গত ৩ আগস্ট ঢাকা ছেড়েছেন ডু প্লেসিস ও হাশিম আমলারা। পুরুষ দলের পর অক্টোবরের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।
প্রোটিয়া নারী দলের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি শুরু করেছে ছালমা খাতুনরা। প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে শুক্রবার থেকে শুরু ফিটনেস ক্যাম্প। ক্যাম্প শুরুর আগের দিন বৃহস্পতিবার রিপোর্টিং করেন তারা।
ক্যাম্পের প্রথম দিন সকাল ৯টা থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ঘাম ঝড়িয়েছেন নারী ক্রিকেটাররা। ক্যাম্পের দ্বিতীয় দিন শনিবারের কার্যক্রমেও একই অনুশীলন থাকছে তাদের। সালমাদের প্রাথমিক ক্যাম্প চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত। এরপর দুইদিন বিরতির পর শুরু হবে চূড়ান্ত প্রস্তুতিপর্ব। এরপরই নারী দলের চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি। চূড়ান্ত দল নিয়ে ১৯ আগস্ট থেকে শুরু হবে সালমা বাহিনীদের মূল অনুশীলন।
বাংলাদেশ সফরে সালমাদের বিপক্ষে ৫টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে প্রোটিয়া নারী দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








