অ্যাশেজ টেস্টে চালকের আসনে ইংল্যান্ড
ঢাকা: টেন্ট ব্রিজে অ্যাশেজ টেস্টে চালকের আসনে বসেছে ইংল্যান্ড। সিরিজের চতুর্থ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩১ রানে লিড নিয়েছে ইংলিশরা। এর আগে পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন শুরুতে ৯ উইকেট হারিয়ে ৩৯১ রান তুলে ইনিংস ঘোষণা করে অ্যালিস্টার কুকরা। দলের পক্ষে সর্বোচ্চ অবদান রাখেন জো রুট। ১৯টি চার এবং একটি ছক্কায় ১৩০ রানের মূল্যবান ইনিংস উপহার দেন তিনি।
এর আগে অ্যাশেজ টেস্টের প্রথম ইনিংসের প্রথম দিনে ইংলিশদের বোলিং তোপে মাত্র ১৮.৩ ওভারে ৬০ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া। ফলে প্রথম দিনেই নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২৭৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
প্রথম দিনে ১২৪ রানে অপরাজিত থাকা জো রুট দিনের শুরুর দিকেই মিচেল স্টার্কের বলে পিটার নেভিলের হাতে ক্যাচ দেন। ২ রান নিয়ে ব্যাটিং শুরু করা মার্ক উড থামেন ২৮ রানে। দিনের শুরুতেই রুট-উডের বিদায়ের ইংল্যান্ডকে শেষ দিকে টেনে নেন মইন আলি ও স্টুয়ার্ট ব্রড।
মিচেল জনসনের বলে স্টিভেন স্মিথকে ক্যাচ দেন ৩৮ রান করা মইন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ে ঝড় তোলা ব্রড ব্যাট হাতেও আলো ছড়ান। ২৪ রানে অপরাজিত থাকেন ইংল্যান্ডের এই পেসার।
অস্ট্রেলিয়ার পক্ষে ১১১ রানে ৬ উইকেট শিকার করেন স্টার্ক। এছাড়া জো হেইজেলউড দুটি ও জনসন একটি করে উইকেট নেন।
এ প্রতিবেন লেখা পর্যন্ত অস্ট্রেরিয়া নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৩০ রান সংগ্রহ করেছে।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








